পুকুরের পাড় দেখিয়ে খনন, রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৩৩, ২৩ জানুয়ারি ২০২৫

পুকুরের পাড় দেখিয়ে খনন, রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা

রাস্তা ঘেঁষে পুকুর খনন করায় রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে

নরসিংদীর শিবপুরে সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় দেখিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযোগ উঠেছে। এতে সরকারি রাস্তাটি পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে আবদুল মান্নান নামে এক ব্যক্তি তার পুরাতন একটি পুকুর খনন করছেন। এতে এই আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুরটি খনন করায় যে কোনো সময় রাস্তার ওই অংশটি পুকুরের মধ্যে ভেঙে পড়তে পারে। সরকারি রাস্তা রক্ষার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাকুড়া সিএন্ডবি বাজার হতে নিনগাঁও সড়কের সোনাকুড়া এলাকায় এলজিইডির সড়ক ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে। সরকারি পাকা রাস্তাটিকে ঝুঁকির মধ্যে ফেলে পুকুরের পাড় বানিয়ে প্রায় ১৫/২০ ফুট গভীর করে পুকুরটি খনন করা হচ্ছে।

রাস্তাটি দিয়ে দুপাত্তর ও নিনগাঁওসহ প্রায় সাতটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করেন। পুকুরটি পুনরায় খনন করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টি হলে রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুর খনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক আবদুল মান্নান বলেন, “আমার জায়গায় পুকুর কাটছি, আপনাদের সমস্যা কোথায়?”

উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, “সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে যদি খনন করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুর রহিম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন করে থাকেন, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/হৃদয়/এস

Read Entire Article