ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহালসহ তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা মানববন্ধন করেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো শতভাগ আবাসন নিশ্চিতকরণ ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপদান। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সদস্যসচিব রহমত আলী, বেরোবি সমন্বয়ক আশিকুর রহমান, শামসুর রহমান, জয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রংপুরের সমন্বয়ক রহমত আলী বলেন, রংপুরের মানুষ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আগের নাম বহাল চান। ফ্যাসিস্টদের দেওয়া নাম তারা মেনে নেবেন না।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে আবাসন সংকট রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, রংপুর বিশ্ববিদ্যালয় থেকে যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামকরণ করা যায়, তাহলে আবারও আগের নাম বহাল করতে সমস্যা কোথায়? সেইসঙ্গে শহীদ আবু সাঈদের নামে সর্বোচ্চ ধারণক্ষমতা সম্পন্ন হল নির্মাণ করতে হবে। সেটা যদি সম্ভব না হয়, তাহলে বৃত্তির ব্যবস্থা রাখতে হবে।
২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। ২০১১ সালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়।
ফারহান সাদিক সাজু/এসআর/জিকেএস