ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫
অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর দিনাজপুরের হিলিতে তৌহিদী জনতার বাধায় পণ্ড হওয়া প্রমিলা নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সাত দিন পর একই ইউনিয়নের অন্য একটি অস্থায়ী মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং ইটাই মৎস্যচাষি সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই গ্রামে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন ঢাকা বনাম জয়পুরহাট নারী ফুটবল দল। খেলা দেখতে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ ভিড় করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা। এছাড়াও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সহ-সাংগঠনিক নুর জাহান চৌধুরী পুতুল, সাবেক হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমুখ খেলা উপভোগ করেন।
আজকের খেলায় ঢাকা নারী ফুটবল দল ৩-০ জয়পুরহাট নারী ফুটবল দলকে পরাজিত করে।
গত ২৮ জানুয়ারি হিলির বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। তৌহিদী জনতার ব্যানারে নারীদের ফুটবল খেলায় বিরোধিতা করা হয়।
ঢাকা/মোসলেম/বকুল