প্রীতিভোজে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা ও প্রীতিভোজে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাকসু ভবন অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

প্রীতিভোজে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় সভাপতি আলাউদ্দিন মহশিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য প্রীতিভোজে বাধা ও হামলা চালানো হয়েছে। এর প্রভাব বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাসেও পড়তে পারত এবং ছাত্রদলকে নেতিবাচক-ভাবে উপস্থাপন করার অপচেষ্টা চলত। হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস

Read Entire Article