ফেনীর বেগম সামছুন্নাহার কলেজের ৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

এবার এইচএসসি পরীক্ষায় ফেনীর বেগম সামছুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেউই পাস করেননি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ প্রতিষ্ঠানটি থেকে চারজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকায় বেগম সামছুন্নাহার গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী ২০১৪ সালে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিকের কার্যক্রম শুরু হয়।

ফলাফল বিপর্যয়ের বিষয়ে কলেজের অধ্যক্ষ এমরানুল হক বলেন, এ প্রতিষ্ঠানে এবার চারজন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে একজন অনিয়মিত। প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ এখানে সাধারণত দুর্বল শিক্ষার্থীরা ভর্তি হন। এছাড়া দীর্ঘদিন আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এ বিষয়ে খারাপ করেছে।

কলেজে চলতি শিক্ষাবর্ষে ২১ শিক্ষার্থী অধ্যয়নরত বলে জানান তিনি।

জানতে চাইলে ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, এমন ফলাফলের বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে ৬১.৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৩৯ জন। শতভাগ পাস করেছে একটি প্রতিষ্ঠানে। আলিমে ৮৯.২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন ১৬০ জন। এছাড়া আলিমে শতভাগ পাস করেছে আটটি প্রতিষ্ঠানে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এএসএম

Read Entire Article