ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক কর্মচারীর বিরুদ্ধে অফিসে প্রবেশ করে কর্মকর্তাকে শারিরীকভাবে লাঞ্ছিত ও জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত মতিউর রহমান বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী। অপরদিকে, ভুক্তভোগী শহিদুল ইসলাম রানা বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অর্থদপ্তরের প্রশাসনিক কর্মকর্তকর্তার রুমে এ লাঞ্চিতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্থদপ্তরে নিজ কক্ষে বসে ছিলেন শহিদুল ইসলাম রানা। এ সময় কোন কথা না বলেই মতিউর রহমান ডেস্কে গিয়ে রানাকে শারীরিকভাবে লাঞ্ছিত শুরু করেন। এক পর্যায়ে জুতা দিয়ে মারধর করে অফিস থেকে বেরিয়ে যান।
অভিযুক্ত কর্মচারী (দৈনিক মজুরিভিত্তিক) মতিউর রহমান বলেন, “রানা আমার কাছে থেকে চাকরি দেওয়ার কথা বলে ৩২ লাখ ৬০ হাজার টাকা নিয়েছে। আমি টাকা পামু। টাকা তো দেয়ই না, আবার আমার নামে থানায় জিডি করছে। আমি তারে এ বিষয়ে জিজ্ঞেস করায় বলে আপনিও আমার নামে ডিজি করেন। দীর্ঘদিন পাওনা টাকা নিয়ে তালবাহানা করছে।”
ভুক্তভোগী শহিদুল ইসলাম রানা বলেন, “মতিউর আমাকে কয়েকদিন আগে হুমকি দিয়েছে। সে আমার কাছে চাঁদা দাবি করছে। এ নিয়ে আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আজ অফিসে এসে আমি কেন মামলা করেছি, তা জিজ্ঞেস করে। এরপরই আমাকে সে শারীরিকভাবে লাঞ্ছিত করে।”
পাওনা টাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, “এ বিষয়ে তাকে প্রমাণ দেখাতে বলেন।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, “আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। এর উপর ভিত্তি করে আমি উপাচার্যের সঙ্গে কথাও বলেছি। তিনি তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশনা দিয়েছেন।”
তিনি বলেন, “উপাচার্য স্যার অসুস্থ। তিনি ক্যাম্পাসে ফিরলেই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।”
ঢাকা/পলাশ/মেহেদী