বরিশালে অটোরিকশার চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২২ জানুয়ারি ২০২৫  

বরিশালে অটোরিকশার চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার চাপায় জান্নাতুল মাওয়া (১০) নামে শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে দূর্ঘটনা ঘটে।

শিশু নিহতের প্রতিবাদে বিকেল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএম কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে স্থানীয়রাও। রাত সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিএম কলেজের সামনের সড়ক পারাপারের সময় জান্নাতুল মাওয়াকে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশা চাপা দেয়। এতে জান্নাতুল ঘটনাস্থলে মারা যায়। অটোরিকশার চালক পালিয়ে যায়। নিহত জান্নাতুল পটুয়াখালী সদরের ফৌজদারি পোল এলাকার মো. নিজাম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

বিএম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. শাহাদাত বলেন, ‘‘অটোরিকশার বেপরোয়া গতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি।’’

তিনি বলেন, ‘‘আমরা শিশু হত্যার বিচারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই। এছাড়া আমাদের কিছু দাবি রয়েছে, যেগুলো হলো ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী অটোরিকশার চালককে আইনের আওতায় আনতে হবে ও নিহত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে; ক্যাম্পসের সামনে সকল ফুটপাত দখলমুক্ত করতে হবে; ক্লাস চলাকালীন কলেজের সামনের রাস্তা ব্যতিত বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে; নথুল্লাবাদ থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ করতে হবে এবং এ সড়কে নির্দিষ্ট দুরত্ব পরপর গতিরোধ ও ডিভাইডারের ব্যবস্থা করতে হবে; কলেজের সামনে কোনো চাঁদাবাজ কর্তৃক ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো বন্ধ করার নিশ্চিয়তা প্রশাসনকে দিতে হবে।

বিষয়টি সমাধানের জন্য পুলিশ প্রশাসন একাধিকবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। তবে শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করতে রাজি হয়নি।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শিশু নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ঢাকা/পলাশ/বকুল

Read Entire Article