বাজার মূলধন বাড়লো সাড়ে ৩ হাজার কোটি টাকা

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে সবকটি মূল্য সূচক। সেই সঙ্গে বেড়েছে বাজার মূলধনও। পাশাপাশি দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়েছে।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৫০টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতেই ডিএসইর বাজার মূলধন সাড়ে তিন হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা বা দশমিক ৫৬ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ৩ হাজার ৩৫৩ কোটি টাকা বা দশমিক ৫১ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ২ হাজার ৬৫৮ কোটি টাকা বা দশমিক ৪০ শতাংশ।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে মূল্যসূচক। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ৩২ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৬০ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ১৮ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ। আগের সপ্তাহের সূচকটি কমে ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ।

প্রধান ও ভালো কোম্পানি নিয়ে গঠিত সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গত সপ্তাহজুড়ে এই সূচকটি বেড়েছে ১১ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ। আগের সপ্তাহের সূচকটি কমে ১১ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতি বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৬৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৭৮ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা বা ৯ দশমিক ১৫ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৬৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১০ কোটি ৯২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাভেলো আইসক্রিম, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, কহিনুর কেমিক্যালস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, আফতাব অটোমোবাইল এবং ফারইস্ট নিটিং।

এমএএস/এমআইএইচএস

Read Entire Article