ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:০১, ২২ জানুয়ারি ২০২৫
কণ্ঠশিল্পী মনির খান
বাবার জানাজায় অংশ নিতে নিজ জেলা ঝিনাইদহে এসে আইফোন চুরি হয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের। আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর নিজ গ্রামে বাবা মাহবুব আলী খানের জানাজা পড়ানো হয়।
মনির খান নিজে গণমাধ্যমে মোবাইল ফোন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
মনির খান বলেন, ‘‘বাবার লাশ সামনে। চোখের পানি থামছে না। বুকের মধ্যে সবসময় কষ্টের আর্তনাদ বইছে। সেই মুহুর্তে কিছু অসাধু লোক, সুযোগসন্ধানী আমার ও ছেলের মোবাইল ফোন নিয়ে গেছে। এতে অনেক পুরনো ফোন নম্বর রয়েছে। কিছু জায়গায় তথ্য দিয়েছি।’’
তিনি বলেন, ‘‘যারা ফোন চুরি করতে পারে, তাদের ভিতরে অনেক দুষ্টুমি থাকতে পারে। দেশবাসীর কাছে আমার আহ্বান, যে ফোনটি চুরি হয়েছে, সেই নম্বর থেকে কল দিলে সতর্কতার সঙ্গে কথা বলবেন।’’
ঢাকা/সোহাগ/বকুল