বাস আটকে জাবি ছাত্রদল নেতার ক্ষতিপূরণ দাবি

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৫  

বাস আটকে জাবি ছাত্রদল নেতার ক্ষতিপূরণ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের অন্তত ১০টি বাস আটকে রেখে ক্ষতিপূরণ দাবি করেন। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার আত্মীয়ের প্রাইভেটকারে ধাক্কা দেওয়ার অভিযোগে তারা এ দাবি করেন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তবে ঘটনাস্থলে সেলিম রেজার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাস আটকাতে শুরু করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে ‘ক্ষতিপূরণের আশ্বাসে’ মধ্যরাতে বাসগুলো ছেড়ে দেন তারা।

বাস আটকের বিষয়ে সেলিম রেজা জানান, আশুলিয়ার বলীভদ্র এলাকায় বৃহস্পতিবার তার আত্মীয় ও বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মুরাদের প্রাইভেটকারে ধাক্কা দেয় রাজধানী পরিবহনের একটি বাস। প্রাইভেটকারের লুকিং গ্লাসসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তারা কয়েকজন রাজধানী পরিবহনের দুটি বাস বিশমাইল গেইটে সড়কের এক পাশে সরিয়ে রাখেন। ক্ষতিপূরণের জন্য বাসের লাইনম্যানকে ফোন করা হলে, তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

তিনি আরো জানান, কয়েকটি বাস সড়কের একপাশে সরিয়ে রাখা হয়েছিল। কোনো বাস আটক করা হয়নি। পরে বাস কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

তবে জাহিদ হাসান নামে আটক করা একটি বাসের চালক বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই চার-পাঁচজন এসে বাস থামিয়ে, চাবি নিয়ে চলে যান। এ সময় তারা বাসগুলো রাস্তায় আড়াআড়ি করে রাখতে বলেন।”

এ বিষয়ে জাবি প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনার বিস্তারিত জেনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আহসান/মেহেদী

Read Entire Article