বিশ্ব ইজতেমার দুই পর্বই হবে শুরায়ী নেজামের অধীনে

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ওলামা মাশায়েখ বাংলাদেশের পূর্বঘোষিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে এবং আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমা শুরায়ী নেজামের অধীনেই দুই পর্বে হবে বলে জানিয়েছেন ওলামা মাশায়েখ বাংলাদেশ।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার উত্তরার দিয়াবড়ির একটি মাদরাসায় ওলামা মাশায়েখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা উবাইদুল্লাহ ফারুক। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।

হাবিবুল্লাহ রায়হান জানান, বৈঠক থেকে ২৫ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ওলামা সম্মেলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ।

তিনি আরও জানান, শুরায়ী নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। বিদেশি মেহমানরা এরই মধ্যে ইজতেমার উদ্দেশ্যে দেশে আসতে শুরু করেছেন। সারাদেশ থেকে দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরাসহ অগণিত মুসল্লি ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারের ইজতেমায় কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রস্তুতির কাজ করে যাচ্ছে তাবলীগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা।

এএএম/এসআইটি/এএসএম

Read Entire Article