বিশ্বরেকর্ড করে ইংল্যান্ডের জয় কেড়ে নিলেন ভারতের তিলক

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

একপ্রান্তে যখন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল, তখন অপরপ্রান্ত আগলে রেখে স্বাচ্ছন্দ্যে খেলেছেন তিলক ভার্মা। অবশেষে প্রায় হারতে বসা টি-টোয়েন্টিতে ভারতকে জয় উপহার দিয়েছেন তিনি। কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের জয়। সঙ্গে গড়েছেন বিশ্বরেকর্ডও।

তিলকের বীরত্বে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে ইংল্যান্ড। জবাবে ৪ বল আগেই জয় নিশ্চিত করে ভারত। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ইংলিশদের বিপক্ষে ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিলক। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড করেছেন ভারতের বাঁহাতি ব্যাটার। এখনও পর্যন্ত আউট না হয়ে ৩১৮ রান সংগ্রহ করেছেন।

নিজের আগের তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে ১৯*, ১২০* এবং ১০৭* রান করেন তিলক। শনিবার অপরাজিত ৭২ রান করে আগের সব রেকর্ড ভেঙে দেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের দখলে। তিনি আউট না হয়ে ২৭১ রান করেছিলেন। এরপর তালিকায় আছেন ভারতের আরেক ব্যাটার শ্রেয়াস আইয়ার (২৪০), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (২৪০) এবং ডেভিড ওয়ার্নার (২৩৯)।

এমএইচ/এমএস

Read Entire Article