বেক্সিমকোর বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু সম্ভব নয়: শ্রম উপদেষ্টা 

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৭:৫৯, ২৩ জানুয়ারি ২০২৫  

 শ্রম উপদেষ্টা 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন।

বেক্সিমকোর বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করা সম্ভব নয়— এমনটা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন। তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ‘‘বেশ কিছুদিন আমরা একটা শান্ত পরিবেশে ছিলাম। হঠাৎ গতকাল তারা সমাবেশ করে বলেছে, তাদের তিনটা দাবি। এ দাবিগুলো আমার মনে হয় কোন সরকারের পক্ষে এটা সম্ভব না, অত্যন্ত অযৌক্তিক। তারপরও তারা বলেছে, মানববন্ধন করবে, রাস্তাঘাট বন্ধ করবে। তারা করেছে, আমরা কিছু বলিনি। পুলিশ-আর্মি মোতায়েন ছিল, তাদের বাধা দেয়নি।’’

তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করেছিলাম, তাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা অত্যন্ত রেসপন্সিবল। মনে করেছি, এখনো মনে করি, তারা রেসপন্সিবল হিসেবে দাবিগুলো তুলে ধরবে। তাতে কোনো আপত্তি নেই।’’ 

তিনি আরো বলেন, ‘‘গতকাল যা হয়েছে, আপনারা জানেন। একশর বেশি বাস জ্বালানো হয়েছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর হয়েছে। এটা করার কথা ছিল না। এটা কখনো হয়নি। হঠাৎ করে এটা কেন, খতিয়ে বের করব। আমি মনে করি, এটা সম্পূর্ণ দায়িত্বহীনতা। যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা টোটালি ফলস কাজ করেছেন। দেশবাসীর জন্য বড় সংকট তৈরি করতে যাচ্ছিল।’’

হাসনাত/হাসান/এনএইচ

Read Entire Article