ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান সাজু
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলা শহরের খলিলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি নাজমুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আশিক হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ দলের ১০৪ নেতাকর্মীর নামে সদর থানায় মামলা হয়েছে। মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত বছরের ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।
নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। তিনি উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন আশিক ও তাঁর ছোট ভাই আতিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গিয়েছিলেন। আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসে। পরে আঘাতের ব্যথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যায়।
কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল আলম জানান, আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
ঢাকা/সৈকত/বকুল