ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১২:৪৫, ২২ জানুয়ারি ২০২৫
বোমা হামলার হুমকির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা একটি ফ্লাইট নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। এরপর ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়।
ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।”
তিনি জানান,সেখানে আর কোনো ধরনের হুমকি আছে কিনা, তা খতিয়ে দেখতে প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। তারা গ্রিন সিগনাল দিলে কস্টমস ক্লিয়ার দেওয়া হবে।
রোম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমান (বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট) অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন।
এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।
ঢাকা/হাসান/ইভা