বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চট্টগ্রামের বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির একটি ফিশ ঈগল আহত অবস্থায় উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।

রোববার বিকলে বোয়ালখালীর বেঙ্গুরা রেলস্টেশন থেকে রেসকিউ টিমের সদস্য শুভ বড়ুয়া ঈগলটি উদ্ধার করেন।

শুভ বলেন, স্থানীয়রা স্নেক রেসকিউ টিমের পেজে ঈগলটির বিষয়ে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে ঈগলটি উদ্ধার করা হয়।

তিনি জানান, ধূসর-মাথাযুক্ত ফিশ ঈগলটি পায়ে ও পাখায় আঘাত পেয়েছে। ব্যথার কারণে দাঁড়াতে পারছে না। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে ঈগলটির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর বোয়ালখালী প্রশাসন মাধ্যমে অবমুক্ত করা হবে।

জানা গেছে, ধূসর-মাথাযুক্ত ফিশ ঈগল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মাছ-ভোজনকারী পাখি। প্রায় শকুনের আকারের। গাঢ় বাদামি সাদা ডানা যা দূর থেকে কালোই মনে হয়। সাদাটে মাথা, ঘাড় ও গলা যা বুকের দিকে যেতে যেতে ফিকে বাদামি থেকে গাঢ় বাদামিতে রূপ নেয়।

লেজকে বলা যায় কালো কিন্তু মাঝ বরাবর মস্তবড় সাদা বলয় অথবা সাদা লেজের ডগায় প্রশস্ত কালো বন্ধনী এবং গোড়ার দিকে কালো। লেজ ও ডানার ওড়ার পালক প্রধানত কালো যদিও প্রাথমিক পালকের ভেতরের কয়েকটির ওপর সাদা বন্ধনী থাকে। ডানার নিচের ঢাকনি-পালকের অনেকাংশ সাদাটে।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

Read Entire Article