বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে বহিষ্কার

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেনকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার(২৪ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খাঁন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মনির হোসেন একটি মারামারির মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খাঁন মিঠু জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এন কে বি নয়ন/এমকেআর

Read Entire Article