ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২২:৫৭, ২৪ জানুয়ারি ২০২৫ আপডেট: ২২:৫৯, ২৪ জানুয়ারি ২০২৫
চিটাগং কিংসের ক্রিকেটারদের সঙ্গে মালিক সামির কাদের চৌধুরী || ছবি: চিটাগং কিংস
ঢাকা, সিলেট ও চট্টগ্রাম পেরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবার গড়াবে রাজধানীতে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি শেষের দিকে যত ছুটছে তত বাড়ছে ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে ঝামেলা।
চিটাগং কিংসের দেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত ১ টাকাও পাননি। দুই-দুইবার ব্যাংক থেকে ফেরত এসেছেন এই ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরীও রাইজিংবিডি ডটকমের কাছে বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছে, ইমনের টাকা আটকে রাখা হয়েছে।
রাইজিংবিডিকে মুঠোফোনে সামির কাদের বলেন, “ও আমাদের এখান থেকে দুই-তিন দিনের ছুটি নিয়ে গেছে। ওর পেমেন্ট দেওয়া হয়নি এটাও আমি বলছি। একটা ব্যক্তিগত বিষয়ে ওর পেমেন্ট আটকে রেখেছি। ওর সাথে আলোচনার ব্যাপার আছে। বাকি ও কেন আসেনি আপনারা ওকে জিজ্ঞেস করেন।”
সেই কারণ কি? ক্রিকেটারের সম্মানহানি হবে বলে নির্দিষ্টভাবে কোনো কারণ বলতে চাননি সামির কাদের, “বিষয়টা আমার আগে প্লেয়ারের সাথে আলোচনা করতে হবে। আচরণবিধি, শৃংখলাভঙ্গ যেকোনো বিষয় হতে পারে।
“ইমন বলেছে ‘সবাই পেমেন্ট পেয়েছে আমি কেন পেলাম না?’ আমি তখন বললাম, নিশ্চয় কোনো কারণ আছে। পেমেন্ট দিতে কোনো আপত্তি নেই, বোর্ডের সঙ্গে আলাপ আছে, আপনার সঙ্গে আলাপ আছে। অবশ্যই আমি পেমেন্ট দিব।’’ -আরও যোগ করেন সামির কাদের।
এদিকে কয়েকটি গণমাধ্যম ইমন বিপিএলের বাকি ম্যাচ খেলতে আর ঢাকায় ফিরবে না বলে সংবাদ প্রচার করলেও সেটি অস্বীকার করছেন ফ্র্যাঞ্চাইজির কাছে, “ও আমার কাছে অস্বীকার করে যাচ্ছে। সে বলেছে এমন কিছু বলেনি, কাল আসবে ঢাকায়, সরাসরি কথা বলবে।”
এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার জন্য ইমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রাইজিংবিডি ডটকম। তবে কোনো সাড়া দেননি। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে জানান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোনো ঝামেলা হয়নি।
“লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোন ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।”
ঢাকা/রিয়াদ/আমিনুল