ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের টিএ রোড থেকে মিছিলটি শুরু হয়ে ট্যাংকের পাড় মোড়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারওয়ার খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মুমিনুল হক, আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও যুবদল নেতা মুনির হোসেন প্রমুখ।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারওয়ার খোকন বলেন, নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে প্রহসনের সম্মেলন করার পাঁয়তারা করছে একটি পক্ষ। নেতাকর্মীদের বড় অংশকে বাদ দিয়ে পক্ষটি ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল করতে চায়। পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে আগামী ১ ফেব্রুয়ারি প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এই সম্মেলন মানি না। প্রতিদিন সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
যুবদল নেতা মুনির হোসেন বলেন, অশুভ শক্তি সম্মেলন করতে চায়। কোনো অবস্থাতেই এই সম্মেলন করতে দেওয়া হবে না। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে সম্মেলন প্রতিহত করা হবে।
গত ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিরোধিতার মুখে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ জানুয়ারি পুনরায় সম্মেলনের তারিখ ঘোষণা করে। কিন্তু দুই পক্ষের সমঝোতা না হওয়ায় আবারও সেই তারিখ স্থগিত করে দেওয়া হয়। ১ ফেব্রুয়ারি আবারও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে আন্দোলনে বঞ্চিত নেতাকর্মীরা আন্দোলনে নামে।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম