ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা কালেক্টর সঞ্জয় কোলটে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি (লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট) সেকশনে এই বিস্ফোরণ ঘটে।
দমকল কর্মী ও চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়ে, যার নিচে এলটিপি সেকশনের ১৪ জন কর্মী আটকা পড়েন। প্রাথমিক অভিযানে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসস্তূপ সরাতে একটি খননযন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানার ওপর দিয়ে গাঢ় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, পাঁচজন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের উদ্ধারে দ্রুত অভিযান চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মর্মান্তিক ঘটনায় একজন কর্মীর মৃত্যু হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
মুখ্যমন্ত্রী জানান, উদ্ধারকাজ তদারকির জন্য শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে এবং আহতদের চিকিৎসায় মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।
কেএএ/