মহাখালী রেল গেটে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৭:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মহাখালী রেল গেটে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার বিকেলে মহাখালী রেল গেটে অবস্থান নেন বিজিবি সদস্যরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা মহাখালী রেল গেটে যান।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”

এর আগে দুপুরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুলশানে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে, আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকা/রায়হান/রফিক   

Read Entire Article