মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, ককটেল বিস্ফোরণ

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সারে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার হাকিম ব্যাপারীর সঙ্গে একই এলাকার মিঠু হাওলাদারের বিরোধ চলে আসছে। এরই জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয়পক্ষ বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/বিএ

Read Entire Article