মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি চুক্তি নিয়ে বিবৃতি বিডার

21 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বছরে ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনতে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি নন-বাইন্ডিং (বাধ্যতামূলক নয় এমন চুক্তি) চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি।

আর্জেন্ট এলএনজির সঙ্গে এই চুক্তির বিষয়ে বিবৃতি দিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিডার নির্বাহী চেয়ারম্যানকে উদ্ধৃত করে বলেন, মূল বিষয়গুলো নির্ধারণ করে আলোচনার সুযোগ রেখে স্বাক্ষরিত অ-বাধ্যতামূলক হেডস অফ অ্যাগ্রিমেন্ট (এইচওএ) প্রক্রিয়ার প্রথম ধাপ।

আরও পড়ুন

তিনি বলেন, একটি সম্পূর্ণ ও বাধ্যতামূলক চুক্তির পথে বাংলাদেশের আইন অনুসরণ করা হবে, যার মধ্যে রয়েছে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬; পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮ এবং ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্ট, ১৯৮০।

এর আগে গত শুক্রবার আর্জেন্ট এলএনজি এক বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে এলএনজি কেনাবেচার চুক্তির কথা জানায়। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শনিবার এ তথ্য জানান।

লুইসিয়ানার পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্প বাস্তবায়িত হলে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলায় সরবরাহ করা হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

চুক্তির বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এ চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পখাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

এমকেআর/এমকেআর/এমএস

Read Entire Article