ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৪:০৩, ২৩ জানুয়ারি ২০২৫ আপডেট: ১৪:০৪, ২৩ জানুয়ারি ২০২৫
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয় মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান শুরু হয়। কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশের ৭১, মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিশর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
এক বিবৃতিতে কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য গ্রেপ্তারদের বিষয়ে তদন্ত হচ্ছে। গ্রেপ্তারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেওয়া হয়েছে।
ঢাকা/ফিরোজ