মুন্সীগঞ্জে শিক্ষককে কুপিয়ে টাকা ছিনতাই

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২২ জানুয়ারি ২০২৫  

মুন্সীগঞ্জে শিক্ষককে কুপিয়ে টাকা ছিনতাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাহালুল হুসাইন (৩৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কোমারখোলা এলাকার এক্সপ্রেসয়েতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বাহালুল হুসাইন উপজেলার কামারখোলা দারুসুন্নাহ জামিয়া সালেহিয়া দীনিয়া মাদ্রাসার শিক্ষক।

ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. সাইফুদ্দিন জানান, কাজের জন্য মাওলানা বাহালুল মাদ্রাসার ছাত্র মো. শাওনকে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীনগর বাজারে গিয়েছিলেন। ফেরার পথে কামারখোলা ফ্লাইওভারের নীচে রেললাইনের পাশে আসলে অপর মোটরসাইকেলে অপেক্ষমাণ তিনজন ছিনতাইকারী শিক্ষক বাহালুলের গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। 

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মাফরোজা খানম বলেন, “ছিনতাইয়ের ঘটনায় আজ বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/রতন/ইমন

Read Entire Article