ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৫:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট: ১৫:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ফটো
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরো দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরো কতদিন লাগবে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতির দিকে আমাদের মূল মনোযোগ আছে। যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যেন মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনতে পারি। এখন আমরা যে উদ্যোগ নেব, সেটার প্রভাব বাজারে দেখতে পাবেন। জুন মাসের দিকে যদি মূল্যস্ফীতি আইডল ৬-৭ শতাংশে যেতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হয়।”
ঢাকা/হাসনাত/রফিক