মেডিকেল ভর্তিতে কোটা রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৪ ঘণ্টার মধ্যে কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের বাতিল করে মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির দাবি জানানো হয়।

রোববার (১৯ জানুয়ারি) রাত ১০টায় কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বিক্ষোভটি হলপাড়া ঘুরে নাইয়েমের গলি দিয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে দিয়ে ঢাকা কলেজের মূল ফটকে সমাপ্ত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, আজকে মেডিকেলের রেজাল্ট পাবলিস করেছে। ফেসিস্ট সরকারের মতো ছাত্রজনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে ৪১ পেয়ে চান্স পেয়েছে অথচ ৭৫ নম্বর পেয়েও চান্স হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি অতি শিগগিরই এই কোটা প্রথা বাতিল করা হোক। নতুন করে ফলাফল প্রকাশ করা হোক সেখানে যেন কোনো কোটা না থাকে।

সদস্য সচিব সজিব উদ্দীন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধসহ দুই হাজারেরও বেশি শিক্ষার্থী শহীদ হয়েছেন। তারপরও সেই কোটা বহাল রেখেছে স্বৈরাচারের আমলারা। ছাত্রজনতার সরকার তাদের হটাতে ব্যর্থ। প্রয়োজনে রাজপথে আবার জীবন দেবো; কিন্তু এই কোটা বাতিল করেই ছাড়বো। ২৪ ঘণ্টার মধ্যে যেন মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয়, না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেবো।

এনএস/জেডএইচ/

Read Entire Article