ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৪৭, ২২ জানুয়ারি ২০২৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরনী বাজারে মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে রুবেল (৩২) নামের ওই যুবককে গণপিটুনি দেওয়া হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল একই জেলার রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের পটুয়াপাড়ার খলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুবেলকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত রুবেলকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেছেন, “গণপিটুনির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/হিমেল/রফিক