ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৪৫, ২২ জানুয়ারি ২০২৫
আটক মঈনুদ্দিন
হবিগঞ্জের মাধবপুরে বাবার দায়ের কোপে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রানু বেগম (১৫) উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিনের (৪২) মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত মঈনুদ্দিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই মোবাইলে কথা বলত রানু। এ বিষয়টি ভালোভাবে নিতেন না মঈনউদ্দীন। বুধবার দুপুরে রানু বেগম ফোনে কথা বলার সময় পেছন থেকে ধারালো দা দিয়ে কোপ দেন মঈনুদ্দিন। এতে রানুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রানু বেগমের মা শাহেদা বেগম বলেন, ‘‘মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছেন আমার স্বামী। মেয়ে হত্যার বিচার চাই।’’
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘অভিযুক্ত মঈনুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আজহারুল/রাজীব