ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৭:৩৫, ২৪ জানুয়ারি ২০২৫ আপডেট: ১৭:৩৭, ২৪ জানুয়ারি ২০২৫
চাকারি দশম গ্রেডে উন্নীত করার দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় দিকে যাওয়ার পথে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। ছবি: রাইজিংবিডি
পে-স্কেল অনুযায়ী চাকরি দশম গ্রেডে উন্নীতি করার দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রমনার কার্যালয় যমুনায় যাওয়ার পথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাহবাগে আটকে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা যমুনা অভিমুখে রওনা হলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। তারা সেখানেই অবস্থান নিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদের সেখানে অবস্থান করছিলেন।
শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষকদের হাতে রয়েছে দাবি আদায়ের স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন। সেখানে তারা স্লোগানও দিচ্ছেন।
শুক্রবার সকাল থেকে রাজপথে রয়েছেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তাদের দাবি একটাই- ‘পে-স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্তি’।
‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিকের শিক্ষকরা। বিশেষ করে ঢাকা ও আশপাশের জেলার শিক্ষকরাই সমাবেশ ভরে তোলেন।
সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের বক্তব্যে সরকারের কাছে একটিই দাবি রাখেন। তারা চান পে-স্কেলের দশম গ্রেডে উন্নীতি করা হোক তাদের চাকরি।
সমাবেশে সংহতি জানিয়ে শিক্ষকদের সঙ্গে যোগ দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনিও তার বক্তব্যে প্রাথমিকের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার কথা বলেন।
এ সময় স্লোগানে স্লোগানে শহীদ মিনার এলাকা মুখর করে তোলেন শিক্ষকরা।
তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী হিসেবে জাতি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিকের শিক্ষকদের ওপর। এই পরিহাস থেকে তারা পরিত্রাণ চান। মিছিলের স্লোগানে উঠে আসে সেই দাবি।
শহীদ মিনার থেকে মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে রওনা হন শিক্ষকরা।তবে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হওয়ার পর তারা সেখানেই বসে পড়েন।
ঢাকা/রায়হান/সাইফ/রাসেল