যমুনায় প্রাথমিকের শিক্ষকদের প্রতিনিধিদল

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ জানুয়ারি ২০২৫  

যমুনায় প্রাথমিকের শিক্ষকদের প্রতিনিধিদল

শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি দিতে গেছেন আন্দোলনরত শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।

প্রতিনিধিদলে রয়েছেন-মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

এর আগে রাজধানীর জাতীয় শহীদ মিনারে আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা যমুনা অভিমুখে রওনা হলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ।

শুক্রবার সকাল থেকে রাজপথে রয়েছেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তাদের দাবি একটাই- ‘পে-স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্তি’।‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিকের শিক্ষকরা। বিশেষ করে ঢাকা ও আশপাশের জেলার শিক্ষকরাই সমাবেশ ভরে তোলেন। সমাবেশে সংহতি জানিয়ে শিক্ষকদের সঙ্গে যোগ দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঢাকা/রায়হান/সাইফ

Read Entire Article