যশুবাই রূপে রাশমিকা

2 days ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২২ জানুয়ারি ২০২৫  

যশুবাই রূপে রাশমিকা

রাশমিকা মান্দানা

বিশ্ব ভালোবাসা দিবসে ভারতে মুক্তি পেতে যাচ্ছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘ছাভা’। এই প্রথম ঐতিহাসিক চরিত্র রূপায়ন করছেন ভিকি, তাকে দেখা যাবে শিবাজি মহারাজের চরিত্রে। আর ছাভা সিনেমাতে মারাঠি রানি রূপে ধরা দিয়েছেন রাশমিকা। 

ইতোমধ্যে সিনেমার লুকে রাশমিকাকে দেখা গেছে মাথায় ঘোমটা, কপালে বড় লাল টিপ, নাকে নথ নিয়ে সেজেছেন। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সিনেমার এই যশুবাই। 

ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজে সিনেমার দুইটি পোস্টার শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।’

শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছেন ছাভা সিনেমাটি। এটি মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসকে। সবমিলিয়ে বিগ বাজেটের এ সিনেমায় চমক হিসেবে থাকছে এআর রহমানের গান। 

ঢাকা/লিপি

Read Entire Article