যশোর আ’লীগ সভাপতি মিলন ও ইউপি চেয়ারম্যান রাজু শ্যোন অ্যারেস্ট 

13 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ভোট কেন্দ্রে বোমা হামলায় মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৭ জানুয়ারি ২০২৫  

যশোর আ’লীগ সভাপতি মিলন ও ইউপি চেয়ারম্যান রাজু শ্যোন অ্যারেস্ট 

রবিবার শহিদুল ইসলাম মিলন ও রাজু আহম্মেদকে আদালতে হাজির করা হয়

ভোট কেন্দ্রে  বোমা হামলা ও ভাঙচুরের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামিদের উপস্থিতিতে এ আবেদন মঞ্জুর করেন। 

এর আগে, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ফতেপুরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও ভাঙচুরের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা। 

কোট পরিদর্শক রোকসানা খাতুন বলেন, “শহিদুল ইসলাম মিলন ও রাজু আহম্মেদ দুজনেই যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। রবিবার তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।”

আদালত সূত্রে জানা গেছে,  ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার ফতেপুরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটে। রাজনীতিক পটপরিবর্তনের পর গেল  ১৯ নভেম্বর ফতেপুরের ইউপি চেয়ারম্যানসহ ৯৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম। পুলিশ এ ঘটনার সাথে মিলন ও রাজুর সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে এ মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন জানান। বিচারক রবিবার তা মঞ্জুর করেন।

ঢাকা/রিটন/টিপু 

Read Entire Article