ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২২:০১, ২৪ জানুয়ারি ২০২৫
যুক্তরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইওউইনের। স্থানীয় সময় শুক্রবার দেশটির কয়েকটি স্থানে ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।
স্কটল্যান্ডের ড্রুমালবিনে ঘণ্টায় ১০০ মাইল বেগে ঝড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। সড়ক সংস্থা বিয়ার স্কটল্যান্ড জানিয়েছে, কুইন্সফেরি ক্রসিংয়ে ৯৯ দশমিক ১ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। এটি স্কটল্যান্ডের উত্তরে এডিনবার্গকে সংযুক্তকারী প্রধান সেতু।
আবহাওয়া অফিস জানিয়েছে, নর্থম্বারল্যান্ডের ব্রিজলি উডে ৯৬ মাইল প্রতি ঘণ্টা এবং উত্তর ওয়েলসের গুইনেডে ৯৩ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। সেন্ট্রাল, টেইসাইড এবং ফাইফ, দক্ষিণ-পশ্চিম স্কটল্যান্ড ও লোথিয়ান বর্ডার এবং স্ট্র্যাথক্লাইডে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ঝড় ইওউইনের ফলে আয়ারল্যান্ড দ্বীপ জুড়ে প্রায় দশ লাখ মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। হিথ্রো সহ যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের বিমানবন্দরগুলোতে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া রেল অপারেটররা পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে শত শত স্কুল বন্ধ রয়েছে।
ঢাকা/শাহেদ