যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসের যৌথ সামরিক মহড়া

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দক্ষিণ চীন সাগরে পঞ্চমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনস। ম্যানিলার সশস্ত্র বাহিনী এ তথ্য জানিয়েছে।

তবে দেশ দুইটির এই সামরিক মহড়ার কারণে সেখানে চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে।

এক বিবৃতিতে ফিলিপাইনসের সেনাবাহিনী জানিয়েছে, শুক্র ও শানিবার দুই দেশ যৌথ সামরিক মহড়া চালিয়েছে। যা চলতি বছরে প্রথমবার হলেও ২০২৩ সালে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ার পর পঞ্চমবার।

ফিলিপাইনসের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের অধীনে দুই মিত্রের মধ্যে নিরাপত্তামূলক কার্যক্রম বেড়েছে। কারণ তার সঙ্গে ওয়াশিংটনের ভালো সম্পর্ক রয়েছে। ফিলিপাইনসের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যবহারেরও অনুমোদন রয়েছে।

এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের কার্ল ভিনসন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, দুটি হেলিকপ্টার এবং দুটি এফ-১৮ হর্নেট বিমান অংশ নেয়।

তাছাড়া ফিলিপাইনসের আন্তোনিও লুনা ফ্রিগেট, আন্দ্রেস বোনিফাসিও টহল জাহাজ, দুটি এফএ-৫০ যুদ্ধবিমান এবং বিমান বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অ্যাসেট মোতায়েন করা হয়।

এই মহড়া দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতাকে শক্তিশালী করেছে বলেও উল্লেখ করে ফিলিপাইনসের সশস্ত্র বাহিনী।

এ ব্যাপারে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article