যুবদল নেতাকে কুপিয়ে বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন জেলার সদর (পূর্ব) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক। ভুক্তভোগী জাকির আলী সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও বাঙ্গাখাঁ গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

এ ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী জাকির আলী বাদী হয়ে আনোয়ার হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে মামলার পর অভিযুক্ত আনোয়ার হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মিরিকপুর বাজারে শনিবার (১৮ জানুয়ারি) রাতে আনোয়ারের নেতৃত্বে জাকিরের ওপর হামলা চালানো হয়। এসময় কুপিয়ে তার পিঠে জখম করেন হামলাকারীরা। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় করা মামলায় মো. ইয়াসিন, মো. রাসেল ও ইসমাইল হোসেন নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে যুবদল নেতা জাকির ও স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার, কবির হোসেন ও কৃষকদল নেতা মিঠুর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় জাকির মিরিকপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে আনোয়ারের নেতৃত্বে হামলা হয়।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, জাকিরের ওপর হামলার ঘটনা শুনেছি। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।


কাজল কায়েস/এসআর/জিকেএস

Read Entire Article