যুবলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ যুবদলকর্মীর বিরুদ্ধে

20 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৭ জানুয়ারি ২০২৫  

যুবলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ যুবদলকর্মীর বিরুদ্ধে

সোহরাব হোসেন সোহাগ

নাটোর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহরাব হোসেন সোহাগকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলকর্মী রুপচান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রবিবার (২৬ জানুয়ারি) নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেন সোহাগ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, ‘‘গতকাল দুপুরে নলডাঙ্গা বাজারে শ্বশুরের দোকানে যাচ্ছিলাম। নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে যুবদলকর্মী রুপচান ও তার সহযোগীরা পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহীর তাহেরপুরে একটি ক্লিনিকে ভর্তি করে।’’

অভিযোগের বিষয়ে জানতে যুবদলকর্মী রুপচানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, সোহরাব হোসেন সোহাগের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

তিনি বলেন, ‘‘জেলার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এগুলো দেখার যেন কেউ নেই।’’

এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’’

ঢাকা/আরিফুল/রাজীব

Read Entire Article