যে বৈদ্যুতিক গাড়ি চলবে সৌরশক্তিতে

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ছোট বড় বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা তাদের বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এবার এমন একটি গাড়ি বাজারে এলো যা চার্জ করতে এখন আর বাড়ির বিদ্যুৎ বিল বাড়বে না। সৌরশক্তিতেই চার্জ হবে এই গাড়ি। ভারতের গাড়ি নির্মাতা সংস্থা ভেইভে মোবিলিটি নিয়ে এলো এই গাড়ি।

সংস্থার দাবি, গাড়ির ছাদে বসানো সৌর প্যানেলের সাহায্যে দৈনিক ১০ কিলোমিটার করে অতিরিক্ত মিলবে। গাড়ির গতি থাকবে সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবার গতি বাড়ানোর ক্ষেত্রে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি কিমি গতিতে পৌঁছনো যাবে।

প্রতিটি গাড়ির আরেক বৈশিষ্ট্য জোড়া স্ক্রিন সেটআপ। যার একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের এবং অন্যটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। থাকবে অ্যাপল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটির মতো ফিচারও। সেই সঙ্গে থাকবে বাতানুকূল যন্ত্র, টু-স্পোক স্টিয়ারিং হুইল।

গাড়িটি পাওয়া যাবে তিন ভ্যারিয়্যান্টে-নোভা, স্টেলা ও ভেগা। তিনটি ব্যাটারি প্যাক বিকল্পে অফার করছে গাড়িটি ৯ কিলোওয়াটআওয়ার, ১২কিলোওয়াটআওয়ার এবং ১৮ কিলোওয়াটআওয়ার। সংস্থার দাবি গাড়ির সর্বনিম্ন বার্ষিক মাইলেজ প্রয়োগ করা হয়: নোভার জন্য 600 কিমি, স্টেলার জন্য 800 কিমি, এবং ভেগার জন্য 1200 কিমি।গাড়ির মূল্যের ক্ষেত্রে নোভা, স্টেলা ও ভেগার জন্য যথাক্রমে ৩ লাখ ২৫ হাজার, ৩ লাখ ৯৯ হাজার ও ৪ লাখ ৪৯ হাজার রুপি।

কেএসকে/জিকেএস

Read Entire Article