ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১১:২৪, ২১ জানুয়ারি ২০২৫
রঞ্জিত মল্লিকের বাড়িতে তারার মেলা
বসার ঘরে পাতা সোফা। তার ডান দিকে সবার প্রথমে বসা রঞ্জিত মল্লিক। অফ হোয়াইট রঙের জ্যাকেট পরে তার পাশে বসা প্রসেনজিৎ চ্যাটার্জি। তার পাশে বসা চিরঞ্জিৎ ও বিপ্লব চ্যাটার্জি। একদম বাঁ পাশের সোফায় বসা জিৎ। তার গায়ে গোলাপি রঙের জ্যাকেট।
জিতের পেছনে দাঁড়িয়ে রয়েছেন রূপা গাঙ্গুলি, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী। সামনে পাতা টেবিলে সাজানো নানা পদের খাবার, চায়ের কাপ। সবার মুখেই হাসির ঢেউ খেলা করছে। প্রসেনজিৎ চ্যাটার্জি তার ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।
ভারতীয় বাংলা সিনেমার একঝাঁক তারকাকে একফ্রেমে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা। শিখা নামে একজন লেখেন, “অনেক দিন পরে একসাথে সবাইকে দেখতে পেলাম।” সুদেষ্ণা গাঙ্গুলি লেখেন, “তারকার মেলা।” আব্দুল হালিম লেখেন, “প্রিয় অভিনেতা-অভিনেত্রীদেরকে অনেক সুন্দর লাগছে। অনেক অনেক শুভকামনা রইল।” অর্পণ লেখেন, “চার ‘জিৎ’ একসাথে একটা মাস অ্যাকশন সিনেমা হয়ে যাক! প্রসেনজিৎ ভার্সেস জিৎ, আরো একটা উত্তরপাড়া বনাম দক্ষিণপাড়া, সংঘর্ষ টু হবে কি?”
এক ফ্রেমে এতজন তারকা অভিনয়শিল্পীকে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা। তবে কি কারণে একসঙ্গে হয়েছিলেন, তা জানা যায়নি। তবে প্রসেনজিৎ ছবির ক্যাপশনে লেখেন— “রঞ্জিতদার বাড়িতে আড্ডা।”
ঢাকা/শান্ত