রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর লেভেল ক্রসিং এলাকায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

বসন্তপুর লেভেল ক্রসিংয়ের গেটকিপার রেজাউল হাওলাদার জানান, সন্ধ্যায় ওই বৃদ্ধা রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে ধাক্কা লেগে ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে ধাক্কা লেগে নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

Read Entire Article