ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নোলক পরা ছিল তার নাকে,
কপালে লাল টিপের আলো ঝলমলে।
গোলাপের পাপড়ির ছোঁয়া তার ঠোঁটে,
আপেলের মতো টকটকে দুটি গাল।
শুভ্রতায় মাখানো তার উরু,
মেঘের ছায়ায় আঁকা যেন আকাশ-ছবি।
চোখে কাজলের টান, বইছা মাছের দোলা,
কুন্তল কালো যেন কাশ্মিরী শালের আদলে।
পৃথিবীর গভীর অন্ধকার চিরে
ধূমকেতুর মতো সে ফিরে আসে,
বহুকালের চিরায়ত রূপ হয়ে।
কোনো এক মাঘের শেষে,
বসন্তের আগমনী হয়ে।
ফুলের বাগানে পরাগরেণু হয়ে,
দূষিত বাতাসে ভেসে বেড়ায় সে।
শিশির কণার মতো সে বদলায়,
শুষ্ক গাছের ডালায় নতুন রূপে।
পাতার ছায়ায় খুঁজে পাই তাকে,
যেন সে অপেক্ষা আর অবহেলার চিরন্তন রূপ।
কবি: বিজ্ঞানী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
এসইউ/জিকেএস