রিয়ালের জার্সিতে এমবাপের প্রথম হ্যাটট্রিক

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

এক বুক স্বপ্ন নিয়ে প্যারিস সেইন্ট জামেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন কিলিয়ান এমবাপে। লক্ষ্য ছিল গোলের পসরা সাজিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ব্যালন ডি'অর জয়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে চলছে তার স্বপ্নসারথী।

রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিকও পেয়ে গেছেন এমবাপে। লা লিগায় ফরাসি তারকার হ্যাটট্রিকে রিয়াল ভায়োদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।

দুর্দান্ত জয়ে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে রিয়াল। দুই থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেছে টেবিলটপাররা।

২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা মালিক ৩৯ পয়েন্টের। টেবিলের তলানিতে থাকা ভায়োদোলিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৫।

ভায়োদোলিদের মাঠ হোস জোরিলা স্টেডিয়ামে শনিবার রাতে ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপে। জুড বেলিংহ্যামের সঙ্গে বল আদান-প্রদান করতে করতে ডি-বক্সের ভেতর প্রবেশ করেন তিনি। এরপর ডান পায়ের দুরন্ত গতির শটে ভায়োদোলিদের জাল কাঁপান এমবাপে।

এমবাপে দ্বিতীয় গোল করেন ৫৭ মিনিটে। রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে গেলে এক পর্যায়ে বল পান রদ্রিগো। ডি-বক্সের কাছাকাছি গিয়ে এমবাপেকে পাস দেন তিনি। বল পায়ে পেনাল্টি বক্সের বাঁ পাশ থেকে শট নেন এমবাপে। তাতেই পুরোপুরি পরাস্ত হন ভায়োদোলিদের গোলরক্ষক।

শেষ গোলটি হয় পেনাল্টিতে, ৯০ মিনিটে। ডি-বক্সের ভেতর রিয়ালের জুড বেলিংহ্যামকে ট্যাকল দেন ভায়োদোলিদের ফুটবলার মারিও মার্টিন। পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার আগে ভিএআরের সহায়তা নেন রেফারি। পরিস্থিতি গভীর পর্যবেক্ষণের পর ফাউলের সঙ্গে মার্টিনকে লাল কার্ডও দেখান। এতে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক ভায়োদোলিদ।

স্পটকিকে বরাবরের মতোই সফল হন এমবাপে। এতে রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। শেষ বাঁশির আগে আরও কোনো গোল হয়নি।

এমএইচ/এমএস

Read Entire Article