লক্ষ্মীপুরে তথ্য মেলা উদ্বোধন 

2 days ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২২ জানুয়ারি ২০২৫  

লক্ষ্মীপুরে তথ্য মেলা উদ্বোধন 

তথ্য মেলা উপলক্ষে বুধবার সকালে লক্ষ্মীপুর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়

‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেছে। মেলায় সরকারি ৩৬টি ও বেসরকারি চারটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে মেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি মেলাস্থলে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন অতিথিরা। পরে তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি জেড এম ফারুকির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর জসিম উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির, সনাকের সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, সনাক সদস্য প্রফেসর রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

Read Entire Article