লিফলেট বিতরণ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫  

লিফলেট বিতরণ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অপরাধে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে আটক করেছে বন্দর থানা পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১টায় বন্দর থানার সোনাকান্দা জামান অটোরিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী আবাসিক এলাকা থেকে সাইদুলকে আটক করা হয়। 

জানা যায়, কেন্দ্রের নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারী। পরে গতকাল এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে। 

আটকের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Read Entire Article