লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ জন

16 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৬ জন বাংলাদেশি প্রবাসী দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সম্পূর্ণ সরকারি ব্যয়ে তারা ঢাকায় আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যুদ্ধবিধ্বস্ত লেবানন হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে।

এ পর্যন্ত ২০টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ২৯২ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ফেরত আসা ৪৬ জনের প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

ঢাকা বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

লেবাননে চলমান যুদ্ধাবস্থার কারণে যতজন বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

বাংলাদেশ দূতাবাস বৈরুত দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যেসব প্রবাসী বাংলাদেশে ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

জেএইচ/এএসএম

Read Entire Article