শাহরুখ ও সালমানের দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন পরিচালক

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পরিচালক রাকেশ রোশন সম্প্রতি মুক্তি পাওয়া তথ্যচিত্র সিরিজ় ‘দ্য রোশনস’-এ শেয়ার করেছেন তার দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা। সেখানে তিনি তার কালজয়ী ‌‘করণ অর্জুন’ সিনেমা নিয়েও অনেক কথা বলেন। ছবিটিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউডের দুই সুপারস্টার খান শাহরুখ ও সালমান।

তাদের দুজনকে নিয়ে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাকেশ বলেন, দুই খানকে নিয়ে কাজ করতে গিয়ে একেবারে হিমশিম খেতে হয়েছে তাকে। ‘করণ অর্জুন’ ছবির শুটিং চলাকালে দুই তারকার আচরণ ছিল অসহনীয়। এমনকি এই বিষয়টি শাহরুখ নিজেও স্বীকার করেছেন।

রাকেশ রোশন জানিয়েছেন, ছবির জন্য তার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ছিল। কারণ শাহরুখ ও সালমানের ছবির গল্প নিয়ে কোনো আগ্রহ ছিল না। তাদের দুর্ব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। স্ত্রীর কাছেও দুই খানকে নিয়ে অনেক কথা শুনতে হয়েছে রাকেশ রোশনকে।

শাহরুখ ও সালমানের দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন পরিচালক

রাকেশ বলেন, ‘প্রতিদিন সকালে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যেন আমি আমার মেজাজ হারিয়ে না ফেলি। কাজটি সফলভাবে শেষ করতে পারার জন্যও আমি রোজ ঈশ্বরের আশ্রয় চাইতাম।’

এ বিষয়টি নিয়ে শাহরুখ খান বলেন, ‘সালমান আর আমার মধ্যে অন্তত একটু ভালো ব্যবহার ছিল যে আমরা তাকে বাবার মতো ভাবতাম। কিন্তু আমরা দুই বাচ্চা মিলে পিতৃসম ব্যক্তিটিকে খুব জ্বালিয়েছিলাম।’

এছাড়া শত্রুঘ্ন সিনহাও মন্তব্য করেছেন যে দুই খান পরিচালককে কোনো সহযোগিতা করেনি। তাদের এই আচরণ রাকেশ রোশনের জন্য এক বড় ধরনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

এলআইএ/এমএস

Read Entire Article