শাহরুখের প্রশংসায় ক্রিস মার্টিন

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ভারতীয় অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার পর দেখা দিলেন ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। মুম্বাইয়ে পর পর কয়েকটি অনুষ্ঠান করছে দলটি। সেই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ১৯ জানুয়ারির অনুষ্ঠানের একটি ভিডিও নজর কেড়েছে সবার। বিশেষ করে শাহরুখ খানের অনুরাগীদের জন্য ভিডিওটি যেন বিরাট চমক জাগানিয়া। ‘কোল্ডপ্লে’ শিল্পী ক্রিস মার্টিনের মুখে উঠে এসেছে শাহরুখের নাম।

ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠানের সময় ক্রিস বলে ওঠেন, ‘শাহরুখ খান ফরএভার।’ এ কথা শুনে উচ্ছ্বসিত শ্রোতারা উল্লাসে ফেটে পড়েন। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিং খান নিজেও। শাহরুখ তার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে একই কায়দায় লিখেছেন, ‘ক্রিস মার্টিন ফরএভার অ্যান্ড এভার।’

 
 
 
View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

তার সঙ্গেই ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘ইয়েলো’র পংক্তি দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন শাহরুখ। অভিনেতার কথায়, “আমার ভাই ক্রিস মার্টিন, তোমার জন্য সত্যিই নিজেকে বিশেষ মনে হচ্ছে। ঠিক যেমন তোমার গানকে মনে হয়। তোমাকে খুব ভালোবাসি। তোমার গোটা দলকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। কোটি কোটি মানুষের মধ্যে তুমি সত্যিই আমার কাছে বিশেষ, বন্ধু। ভারত সত্যিই ‘কোল্ডপ্লে’-কে খুব ভালোবাসে।”

মুম্বাইয়ে তিন দিনের অনুষ্ঠান ‘কোল্ডপ্লে’ব্যান্ড দলটির। একটি অনুষ্ঠানে অনুরাগীদের জন্য হিন্দিতেও কথা বলেছেন ক্রিস। ‘কোল্ডপ্লে’র সুরের জাদুতে মজে ছিলেন অনুরাগীরা। তাই প্রায় এক বছর আগে থেকে তাদের প্রতীক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা। সেই অনুরাগীদের উদ্দেশে মঞ্চ থেকে ক্রিসের বার্তা, “সকলকে শুভ সন্ধ্যা। স্বাগত জানাই। মুম্বাইয়ে এসে আমাদের খুব ভালো লাগছে।” হিন্দিতে এ বার্তা শুনে হাততালিতে অনুরাগীরা স্বাগত জানান।

আরও পড়ুন:

গত ১৮ জানুয়ারি ছিল ‘কোল্ডপ্লে’র প্রথম অনুষ্ঠান। বিমানবন্দর থেকেই তাদের ক্যামেরাবন্দি করেন চিত্র সাংবাদিকরা।

এমএমএফ/এমএস

Read Entire Article