শিক্ষাব্যবস্থায় মুসলমানদের সংস্কৃতি উপেক্ষিত: শিবির সভাপতি

17 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং উপমহাদেশের মুসলমানদের নিজস্ব সভ্যতা-সংস্কৃতি উপেক্ষা করা হয়েছে।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এইচএসসি ও আলিম মিলিয়ে এ বছর দেশে ১৪ লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সংখ্যার দিক থেকে এটি অবশ্যই ইতিবাচক। তবে সামগ্রিক দক্ষতা বা যোগ্যতার জায়গায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না, যা আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার দাবি রাখে।’

আরও পড়ুন

এসময় শিবির সভাপতি অভিযোগ করে বলেন, ‘শিক্ষাব্যবস্থাটি এমনভাবে গঠন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় একটি মহল আমাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে। যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়ে এদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছো, তেমনিভাবে শিক্ষাব্যবস্থাসহ সব বিভাগ থেকে আধিপত্যবাদীদের বিদায় করতে সচেতন থাকতে হবে।’

এএএম/কেএসআর/এমএস

Read Entire Article