শীতে রূপচর্চায় সোনাক্ষীর পরামর্শ

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:১৮, ২৩ জানুয়ারি ২০২৫

শীতে রূপচর্চায় সোনাক্ষীর পরামর্শ

সোনাক্ষী সিন্হা। ছবি: দ্যা ভোগ

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা একবার ফ্যাশন সেন্স নিয়ে একটি সাক্ষাতকারে বলেছিলেন, ‘‘শুধুমাত্র দুই জোড়া জিনস আর কয়েকটা টপস দিয়েই সারা বছর কাটিয়ে দিতে পারি।’’ এই অভিনেত্রী ব্যক্তিজীবনে খুব সাদামাটা থাকতে পছন্দ করেন। সম্প্রতি বিয়ে করেছেন সোনাক্ষী। বিয়েতে নিজেকে মায়ের পুরনো শাড়ি, গয়নায় সাজিয়েছিলেন। বলতে গেলে জীবনকে সহজভাবে গ্রহণ করার উপায় জানেন সোনাক্ষী। রূপচর্চায়ও সহজ নিয়ম মেনে চলেন তিনি। 

সম্প্রতি একটি ভিডিওতে সোনাক্ষী বলেছেন, ``আমার ত্বক খুব শুষ্ক। শীতে ত্বকের যত্নে সপ্তাহে তিন দিন ফেসিয়াল অয়েল দিয়ে মুখ ম্যাসাজ করি।  ফেসিয়াল অয়েল না থাকলে নারকেল তেলও ব্যবহার করা যায়। এতেই ত্বক মসৃণ হয় আর জেল্লা ফিরে আসে।’’

রূপচর্চাবিদরা বলেন, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ক্রিম বা লোশন মাখা যায়। কিন্তু যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাদের ত্বকের আদ্রতা ধরে রাখতে শুধু ক্রিম মাখলে হবে না। অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরি ফেসিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে। হাতের কাছে ফেসিয়াল অয়েল না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েলও মুখে মাখা যায়। তবে ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক ফেসিয়াল অয়েল অথবা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করে নেওয়া ভালো।

ত্বকে ফেসিয়াল অয়েল ম্যাসাজ করার উপকারিতা

এক. ত্বকে ফেসিয়াল অয়েল ম্যাসাজ করলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। এতে ত্বকে বলিরেখা বা সূক্ষ্মরেখা পড়ে না। বরং ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায়। এমনকি অয়েলি স্কিনেও আপনি ফেসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

দুই. রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসিয়াল অয়েল ব্যবহার করা উচিত। রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালোভাবে ধুয়ে নিন। এরপর তিন-চার ফোঁটা ফেসিয়াল অয়েল নিয়ে ত্বকের উপর লাগিয়ে নিন। আঙুলের মাধ্যমে ত্বকের উপর মালিশ করুন। ভালোভাবে মালিশ করার জন্য জেড রোলার বা ম্যাসাজ টুলও ব্যবহার করতে পারেন।

তিন. রাতে ফেসিয়াল অয়েল মেখে ঘুমালে ত্বক অনেক বেশি তরতাজা দেখাবে। 

উল্লেখ্য, বাজারে বিভিন্ন ধরনের ফেসিয়াল অয়েল পাওয়া যায়। সেগুলো কিনে ব্যবহার করা যেতে পারে আবার কেমিকেল এড়িয়ে যেতে চাইলে অলিভ অয়েল বা নারকেল তেলও মাখতে পারেন।

ঢাকা/লিপি

Read Entire Article