শেষ সময়ে বাণিজ্য মেলায় অফারের ছড়াছড়ি

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯ তম আসর বসেছে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। জানুয়ারির ১ তারিখ শুরু হওয়ার পর শেষ সময়ে পণ্য বেচাকেনার হিড়িক পরেছে নানান অফার ও মূল্যছাড়ে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সব ধরনের স্টলে ক্রেতাদের উপচে পরা ভিড়। বিক্রেতাদের দম ফেলার সময় নেই। বিভিন্ন অফারের মাধ্যমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন তারা।
মেলায় ফার্নিচার, ইলেকট্রনিকস, ক্রোকারিজ, ফ্যাশন, কসমেটিকস, জুয়েলারিসহ প্রায় সব পণ্যে রয়েছে ছাড়। অনেক দোকানে একদাম বলা হলেও দরদাম করে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন ক্রেতারা।

বাণিজ্য মেলায় যমুনা রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্যাস স্টোভসহ গৃহস্থালির অন্যান্য পণ্য এবং মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। এছাড়াও ৫ হাজার টাকার পণ্য কিনলে একটি ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক আয়রন ফ্রি পাচ্ছেন ক্রেতারা।

বাণিজ্য মেলায় যে কোনো স্টলে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে ১০০ টাকা পর্যন্ত ৫% ক্যাশব্যাক। এর পাশাপাশি বাণিজ্য মেলায় যে কোনো স্টলে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন। ন্যূনতম ১০০০ টাকা পেমেন্টে কেনাকাটায় বা সার্ভিস নিয়ে কুপনটি উপভোগ করতে পারবেন। কুপন ব্যবহার করতে হলে ন্যূনতম ১০০ টাকা বিকাশে রিচার্জ করতে হবে।

মেলা উপলক্ষে ক্রেতাদের বিশেষ অফারে ৩৩ হাজার টাকার ১২ পিস পণ্য সাড়ে ২৪ হাজার টাকায় দেওয়া হচ্ছে। ১২ পিসের মধ্যে রয়েছে, আধুনিক প্রযুক্তির ইটালিয়ান চুলা, ২৮ লিটারের মাইক্রোওয়েভ ওভেন, মাল্টি কুকার, কারি কুকার, রাইস কুকার, স্যান্ডউইচ মেকার, পানির ফিল্টার, ৫টি রান্নার হাঁড়ি, ব্লেন্ডার, ব্রেড মেকার। এছাড়াও ক্রেতাদের সুবিধার্থে পছন্দমতো পণ্য পরিবর্তন করার সুবিধাও রয়েছে।

স্টিলের তৈরি কারুকাজ করা অ্যানোডাইস ট্রে সেট বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকায়। প্রতিটি সেটে তিনটি করে ট্রে রয়েছে। সোনালী রঙের কারুকাজ করা টিফিন ক্যারিয়ারও পাবেন ১০০০ থেকে ২৫০০ টাকায়। এছাড়া বিভিন্ন আকার ও ডিজাইনের চামচের সেট ৫০০ থেকে ৫০০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

মেলায় ১৯৬-১৯৭ নাম্বার স্টলে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পণ্য বিক্রি করছে মিয়াকো। হকিস ব্র্যান্ডের ৪ পিস বিভিন্ন আকারের নন-স্টিক প্রেশারকুকার সাড়ে ৭ হাজার টাকা। মেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে তা বিক্রি করা হচ্ছে মাত্র ৩ হাজার ৭৫০ টাকায়। মিয়াকো থাইল্যান্ডের নন-স্টিক প্রেশারকুকার, মাইক্রোয়েভ ওভেনেও রয়েছে ৫০ শতাংশ ছাড়। এছাড়া সব ধরনের পণ্যে সর্বনিম্ন ১০ শতাংশ ছাড়া দেওয়া হচ্ছে।

সিফাত ট্রেডার্স নামে একটি দোকানে ওভেন কিনলে ডিনার সেট, কেটলি, হেয়ার ড্রায়ারসহ ১০টি আইটেম ফ্রি পাওয়া যাচ্ছে।

এদিকে এবারের মেলা উপলক্ষে পারটেক্স, নাদিয়া, নাভানা, আকতার, রিগ্যালসহ সব প্যাভিলিয়নের ফার্নিচারে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলা উপলক্ষে সব ফার্নিচারে রয়েছে অন্তত ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

মেলায় কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের আসবাবপত্র কেনার সুযোগও আছে। বিনা সুদে ৩ থেকে ১৮ মাসের কিস্তিতে বিভিন্ন ধরনের আসবাবপত্র কেনার সুযোগ দিচ্ছে প্রায় সব প্রতিষ্ঠান। তবে এ জন্য ক্রেতাদের ক্রেডিট কার্ড থাকতে হবে।
দিল্লি অ্যালুমিনিয়াম স্টলে পাওয়া যাচ্ছে সংসারের ব্যবহার্য সব ধরনের হাঁড়ি, পাতিল এবং অন্যান্য পণ্যসামগ্রী। সেখানে রয়েছে বিভিন্ন মূল্যছাড় ও অফার। মেলামাইন, সিরামিক, ক্রোকারিজ ইত্যাদি পণ্যেও রয়েছে অফার।

মিনিস্টার ব্র্যান্ডের সকল এসিতে চলছে ৩০ শতাংশ মূল্যছাড়।

এছাড়া প্রাণ-আরএফএল এর ৪০০০ এর অধিক পণ্য পাওয়া যাচ্ছে ১০টির বেশি স্টলে। সেখানে বিভিন্ন ধরনের কম্বো অফার, বাই ওয়ান গেট ওয়ান অফার, মূল্যছাড় রয়েছে। এছাড়া ঘরে বসেই অফারগুলো পাওয়া যাবে প্রাণ-আরএফএলের অনলাইন শপিং সাইটে। আরএফএল স্টলে চলছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। রাইস কুকারে ২০ শতাংশ, ব্লেন্ডারে ২০ শতাংশ ও আয়রনে রয়েছে ২০ শতাংশ মূল্যছাড়।

মেলায় প্রিমিয়াম আউটলেট ৪- এ রয়েছে মিঠাই। মিষ্টি বিক্রির পাশাপাশি বাণিজ্য মেলা উপলক্ষে মিঠাই নিয়ে এসেছে বিভিন্ন লোভনীয় অফার। ১২৫ টাকার ৫ পিস মোমো বিক্রি হচ্ছে ৯৯ টাকায়। ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে মেক্সিকান বার্গার, যা একটি কিনলে একটি ফ্রি। এছাড়া ১৮০ টাকার ফ্রাইড রাইস ১২০ টাকায়, ৫০ টাকায় ২পিস চিতই পিঠা, ৭০ টাকায় ২ পিস ভাপা পিঠা ও ১৩৪০ টাকার আপ্যায়ন কম্বো প্যাক পাওয়া যাচ্ছে ৯৯৯ টাকায়।

মেলায় রিল্যাক্স ফ্যাশন নামে স্যুট, ব্লেজারের স্টলে ১৮০০ টাকায় পাওয়া যাচ্ছে স্যুট ও ব্লেজার। এছাড়া কসমেটিকস, জুয়েলারি, ব্যাগ, জুতা, সোয়েটার, শাড়ি, থ্রি-পিসসহ মেয়েদের সকল পণ্যে রয়েছে অফারের ছড়াছড়ি।

এসআরএস/এএমএ

Read Entire Article